Logo
×

Follow Us

বাংলাদেশ

টিউবওয়েল থেকে পানির সাথে গ্যাস উঠছে

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১৯:৪০

টিউবওয়েল থেকে পানির সাথে গ্যাস উঠছে

টিউবওয়েল থেকে আপনা-আপনি পানির সাথে গ্যাস উঠছে। ছবি: সাম্প্রতিক দেশকাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি টিউবওয়েল থেকে আপনা-আপনি পানির সাথে গ্যাস উঠছে বলে জানা গেছে। এমনকি টিউবওয়েলের মুখে ম্যাচের কাঠি ধরালে আগুন জ্বলে উঠছে।

গতকাল রবিবার (১২ মার্চ) বিকেল থেকে উপজেলার আট নাম্বার চর এলাহী ইউনিয়নের পশ্চিম চরযাত্রা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে বসানো টিউবওয়েল থেকে পানি ও গ্যাস একসাথে বের হওয়া শুরু হয়েছে। 

চর এলাহী ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন জানান, কয়েক বছর আগে এ টিউবওয়েল বসানো হয়। তবে এ টিউবওয়েল ব্যবহার করা হতো না। গতকাল রবিবার বিকেলে ওই বাড়ির এক ছেলে টিউবওয়েলে পানি ঢেলে টিউবওয়েলটি সচল করার চেষ্টা করে। তখন সে পানি উঠাতে ব্যর্থ হয়। তবে কিছু সময় পর ওই টিউবওয়েলের ওপর দিয়ে ও মুখ দিয়ে আপনা-আপনি অনবরত পানি বের হওয়া শুরু হয়। একই সাথে পানির ওপরে ম্যাচের কাঠি মারলে আগুন জ্বলার ঘটনা ঘটে। এ দৃশ্য দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক বাসিন্দারা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা করার পর মূল কারণ জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫