Logo
×

Follow Us

বাংলাদেশ

সৈকতে ভেসে এলো ডলফিন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১১:১১

সৈকতে ভেসে এলো ডলফিন

মৃত ডলফিন

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকত এলাকায় ভেসে এসেছে একটি মৃত ডলফিন। 

গতকাল রবিবার (২০ মার্চ) বেলা ১২ টার দিকে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

স্থানীয় জেলে মতিউল ইসলাম জানান, জোয়ারের পর পাটোয়ারটেক সৈকতে মৃত ডলফিন পড়ে থাকতে দেখা যায়। পরে প্রশাসনকে জানানো হয়। দুই বা তিনদিন আগে ডলফিন মারা যেতে পারে বলে ধারণা করছেন জেলেরা। তবে ঠিক কীভাবে মারা গেছে তা কেউ ধারণা করতে পারছেন না।

স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পর্যটক ও উৎসুক লোকজন ভেসে আসা মৃত ডলফিনটি দেখতে ভিড় করছেন। ডলফিনটি দেখতে পেয়ে বন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে জানানো হয়। 

কক্সবাজার দক্ষিণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম বলেন, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে লোকজন পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে যেভাবে দরকার ব্যবস্থা নেয়া হবে। 

প্রসঙ্গত, ২০২১ সালের শুরুর দিকে কক্সবাজারের দরিয়ানগর সৈকত এলাকায় ভেসে এসেছিল বিশালাকার দুইটি ডলফিন। কয়েকদিনের ব্যবধানে কাছাকাছি এলাকায় ডলফিন দুইটি ভেসে এসেছিল। এই নিয়ে পরিবেশবাদীরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫