
দুই চোরাকারবারি
ঝিনাইদহের শৈলকুপায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৬। আজ বুধবার ভোরে উপজেলার সাধুখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার সাধুখালী গ্রামের সাইদুল ইসলামের ছেলে নান্নু (২২) ও রামচন্দ্রপুর গ্রামের ইজাজুল হোসেনের ছেলে কাজল হোসেন (২৮)।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামে কতিপয় মোটরসাইকেল চোরাকারবারি মোটরসাইকেল বেচা-বিক্রি করার জন্য অবস্থান করছে। ঘটনার সত্যতা যাচাইয়ে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাইকৃত মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, এসময় আটককৃতদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ১টি নসিমন গাড়ি, ২টি মোবাইল এবং ৪টি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের আলামতসমূহ শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।