Logo
×

Follow Us

বাংলাদেশ

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১১:৩১

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩

নিহত শেখবর আলী। ছবি : শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শেখবর আলী (৪৫) নামে একজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। 

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার রানীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত শরাফত আলীর ছেলে জাকির হোসেন জিকোর সাথে মোফাজ্জল হোসেনের ছেলে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে গত মঙ্গলবার (২২ মার্চ) প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন শেখবর আলী। 

এরই প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় শ্রীবর্দী থানার এসআই ওয়ারেজ যান ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষ জিকোসহ চার-পাঁচজন অতর্কিতভাবে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা করেন। এতে শেখবর আলীর গলা ও মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান শেখবর আলী। আহত হয় তার ছোট ভাই মাহফুজ ও প্রতিবেশী শরাফত। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন জজ মিয়া (৫০), পারুল বেগম (৩৫) ও আছেনা বেগম (৩০)। 

পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। 

থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫