Logo
×

Follow Us

বাংলাদেশ

আগৈলঝাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১৮:৪৯

আগৈলঝাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় সাপের কামড়ে সুমন হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

সুমন উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের নুরু হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুমন হাওলাদার বাড়ির পার্শ্ববর্তী জমিতে কাজ করতে যান। এসময় একটি সাপ তাকে কামড় দেয়। এসময় তিনি ক্ষতস্থান বেঁধে বাড়িতে ফিরেন। পরে স্থানীয় ওঝাকে বাড়িতে ডেকে বিষ নামানোর চেষ্টা করেন।

পরে ধীরে ধীরে সুমনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ৮টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ মৃত ঘোষণা করেন।

ডা. সাবিনা আফরোজ জানিয়েছেন, সাপের কামড়ে সুমন নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা উচিত ছিলো। কিন্তু দেরি হওয়ায় বিষ তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। যে কারণে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫