Logo
×

Follow Us

বাংলাদেশ

ডা. বুলবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪, ছুরি উদ্ধার

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১৫:০৮

ডা. বুলবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪, ছুরি উদ্ধার

ডা. আহমেদ মাহী বুলবুল। ছবি : সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুল হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে বুলবুলের মুঠোফোন ও তাকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। 

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করে মিরপুর গোয়েন্দা বিভাগের একটি দল। 

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার।

তিনি বলেন, আর বুধবার (৩০ মার্চ) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার(গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।

গত রবিবার (২৭ মার্চ) ভোর ৫টার পর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক ডা. বুলবুলের মৃত্যু হয়। পুলিশের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি মারা গেছেন। 

ডা. বুলবুল মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠানে চিকিৎসা দেন। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন।  এর বাইরে তিনি কয়েক বছর ধরে ঠিকাদারির কাজ করছিলেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫