Logo
×

Follow Us

বাংলাদেশ

দৌলতদিয়ায় কুয়াশায় আটকে আছে শত শত গাড়ি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৯:৩৭

দৌলতদিয়ায় কুয়াশায় আটকে আছে শত শত গাড়ি

ছবি: সংগৃহীত।

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ ও চালকরা।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ আবু আবদুল্লাহ রনি জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। তবে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল ফের শুরু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫