Logo
×

Follow Us

বাংলাদেশ

আউশ প্রণোদনা পেলেন নাটোরের ২০০ কৃষক

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১৯:৫১

আউশ প্রণোদনা পেলেন নাটোরের ২০০ কৃষক

কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেয়া হয়েছে। ছবি- প্রতিনিধি

আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের নলডাঙ্গায় ২০০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন জানান, আউশ চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চলতি ২০২১-২২ অর্থ বছরের আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন কৃষককে ৫ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি কওে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এসব উপকরণ পাওয়ার পর কৃষকরা যথাযথ ব্যবহার করে চাষাবাদ করলে একদিকে আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকরা খাদ্য চাহিদা মেটানোসহ অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মুকু প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫