
স্বজন হারানো পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন সংসদ সদস্য পংকজ নাথ। ছবি : বরিশাল প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল) সকালে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ গজারিয়া নদী থেকে রোহান নামের ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
এর ফলে ট্রলারডুবির ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছে। তারা হলেন- মালা বেগম ও ইয়ামিন নামের এক শিশু। তাদের উদ্ধারে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কাজ করছে বলে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।
ট্রলারডুবিতে নিখোঁজ ও লাশ উদ্ধারের খবর শুনে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ। তিনি মাঝেরচর গ্রামে ট্রলার ডুবে মৃত নাছরিন বেগম (২৫), মায়ানুর বেগম (৫৫) ও রোহানের (৫) পরিবারের খোঁজখবর নেন।
এসময় তিনি শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানন। পাশাপাশি স্বজন হারানো প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন সংসদ সদস্য।
গতকাল শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মেহেন্দিগঞ্জের মাঝের চরগ্রাম থেকে ১১ যাত্রী নিয়ে একটি ট্রলার দরিচর খাজুরিয়ার পশ্চিম পাড়ে একটি জানাজার উদ্দেশে রওয়ানা হয়। তবে গজারিয়া নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।
এসময় যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় টহলরত কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এদের মধ্যে নাছরিন বেগম ও তার মা মায়ানুর বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।