Logo
×

Follow Us

বাংলাদেশ

সর্বনিম্ন ভাড়া ১৫, সর্বোচ্চ ৭৫ টাকা

মেট্রোরেলের ভাড়ার তালিকা প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৭:৫৮

মেট্রোরেলের ভাড়ার তালিকা প্রকাশ

ফাইল ছবি

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ১৫ আর সর্বোচ্চ ৭৫ টাকা। আপাতত এমন প্রস্তাবই দেয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যাস র‍্যাপিড ট্রানজিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

আজ সোমবার (১১ এপ্রিল) সকালে মেট্রোরেল ১ টার্মিনাল পরিদর্শন শেষে একথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে চালু হবে মেট্রোরেল। প্রাথমিকভাবে চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। যেকোনো এক স্টেশন থেকে পরের স্টেশনে যেতে গুনতে হবে ১৫ টাকা। ভাড়া নির্ধারণে জিরো পয়েন্ট ধরা হয়েছে মিরপুর ১১ নম্বরকে।

এমআরটি লাইন ৬ এ ভূমি অধিগ্রহণ, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ নির্মানসহ পাঁচটি খাতে সাড়ে ১১ হাজার কোটি টাকা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলেও জানান ম্যাস র‍্যাপিড ট্রানজিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে উড়াল মেট্রোট্রেনের ভাড়া কেমন হতে পারে তার একটি ধারণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সেখানে তারা জানিয়েছে, স্টেশন প্রতি ভাড়া বৃদ্ধি পেতে পারে ৫ টাকা হারে।

প্রকাশিত সম্ভাব্য ভাড়ার তালিকায় জিরো পয়েন্ট ধরা হয়েছে মিরপুর ১১ কে। সে অনুযায়ী, পল্লবীর ভাড়া ১৫ টাকা, উত্তরা দক্ষিণের ভাড়া ২০ টাকা এবং উত্তরা উত্তরের ভাড়া ২৫ টাকা। অন্যদিকে মিরপুর ১১ থেকে মিরপুর ১০ এর ভাড়া ১৫ টাকা, কাজীপাড়ার ভাড়া ২০ টাকা, আগারগাঁওয়ের ভাড়া ২৫ টাকা, বিজয় সরণি ও ফার্মগেট পর্যন্ত ৩০ টাকা, কারওয়ান বাজার ও শাহবাগ পর্যন্ত ৩৫ টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৪০ টাকা, মতিঝিল ৪৫ টাকা এবং কমলাপুর ৫০ টাকা।

তবে যে কোনো কারণে এ ভাড়া কমাতে বা বাড়াতে পারে ম্যাস র‍্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫