যানজট নিয়ে
স্থানীয় সরকার মন্ত্রী ও ইলিয়াস কাঞ্চনের মধ্যে বাদানুবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ২০:৫৬

‘অসহনীয় যানজট: সমাধান কী’ শীর্ষক সংলাপে কথা বলছেন ইলিয়াস কাঞ্চন
যানজট নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মধ্যে সামান্য বাদানুবাদ হয়েছে। এক পর্যায়ে ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আপনি চেতছেন কেন? পারসোনালি নিচ্ছেন কেন?’
আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অসহনীয় যানজট: সমাধান কী’ শীর্ষক সংলাপে এ ঘটনা ঘটে।
যানজটের কারণে সভায় আসতে ইলিয়াস কাঞ্চনের দেরি হয়। ততক্ষণে প্রধান অতিথির বক্তব্য দিতে থাকেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রীর পুরো বক্তব্য শোনার পর ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি মন্ত্রী মহোদয়ের কথাগুলো শুনেছি। শুধু শুনেছি করতে হবে, করতে হবে। কিন্তু কে করবে? আমাদের যেটা দায়িত্ব সেটিও আমরা করছি না। আমরা প্রেসক্লাবে গেলে সেখানে গাড়ি রাখতে পারি। সেখানে জায়গা আছে। তা-ও সচিবালয়ের গাড়িগুলো রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এখানে (ডিআরইউ) পার্কিং নেই। আমাদের সরকারি সংস্থাগুলোই যদি রাস্তায় গাড়ি রাখে তাহলে তো হবে না। এই দায়িত্ব কে নেবে?’
নারায়ণগঞ্জের উদাহরণ দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সেখানকার পুলিশ সুপার বলেছেন এবং যানজটমুক্ত করেছেন। ফুটপাত থেকে দোকান উঠিয়ে দিয়েছেন। চেষ্টা থাকতে হবে। দায়িত্ব নিতে হবে। আমরা শুধু বলেই যাচ্ছি।’
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘বিমানবন্দর সড়কে ৫ বছর ধরে পিলার ফেলে রেখে দিয়েছেন। কেন পিলার ফেলে রেখেছেন? পৃথিবীর কোথাও নজির আছে কি, যে, একটি প্রকল্প শেষ করতে ৫ বছরের বেশি সময় লাগে।’
তিনি আরো বলেন, ‘রাস্তা বানাবো কার জন্য? মহাখালীর চার লেন সড়কের দুই লেনই গাড়ি পার্কিং করে রাখবেন। পার্কিং করার জন্য রাস্তা বানাবো?’
এরপর মন্ত্রী মাইক নিয়ে বলেন, ‘একটি ভুল ব্যখ্যা হয়েছে। আমি একটু বলি...। কাজ হয়নি, এ কথাটা ঠিক নয়।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি কাজের বা উন্নয়নের বিরোধিতা করিনি।’
এসময় মন্ত্রী বলেন, ‘আপনি চেতছেন কেন? পারসোনালি নিচ্ছেন কেন? আমাদের অনেক পরিবর্তন হয়েছে। এখানে ভুল বোঝাবুঝির সুযোগ নেই। দায়িত্ব সবটা আমার নয়। সব মন্ত্রণালয় মিলেই কাজ করছি।’
মন্ত্রী আরো বলেন, ‘সরকার একটি ইনস্টিটিউশন। এর মধ্যে আমি একটি অংশ। আপনি (ইলিয়াস কাঞ্চন) নিরাপদ সড়ক আন্দোলন করে সরকারকে সহযোগিতা করেছেন। জনগণকে সচেতন করার কারণে সরকারের ওপর প্রেশার পড়েছে। এই কথায় আমি একমত যে, আমাদের ফুটপাতগুলো পরিষ্কার হওয়া দরকার। রাস্তায় গাড়ি রেখে দেওয়া কখনই মেনে নেওয়ার মতো নয়।’