
নিহত মো. নাঈম মিয়া (২২)
নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের হামলায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি মো. নাঈম মিয়া (২২) নিহত হয়েছেন। হামলার সময় তার সাথে অবস্থান করা টুটুল (১৮) গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (১১ এপ্রিল) রাতে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাঈম শিবপুরের ধানুয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে। সে পরিবারের সাথে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতো। আহত টুটুল একই এলাকার হাসিম মিয়ার ছেলে।
নিহত নাঈমের মামা মোকারম হোসেন সাংবাদিকদের জানান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বন্ধুদের সাথে ইফতার করতে গিয়েছিলেন নাঈম। এসময় সেখানে কয়েকজনের সাথে তার তর্কবিতর্ক হয় এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ইফতার শেষে নাঈম ও তার সহযোগী টুটুল বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুইজনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় টুটুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কি কারণে, কে বা কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া।