Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-মস্কোর আর্থিক লেনদেন স্বাভাবিক থাকবে : রাষ্ট্রদূত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০০:০২

ঢাকা-মস্কোর আর্থিক লেনদেন স্বাভাবিক থাকবে : রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং আর্থিক লেনদেন স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও স্বাভাবিক নিয়মে চলবে বলে জানান তিনি।

আজ বুধবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতে আসেন রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ-রাশিয়ার মধ্যে আর্থিক যোগাযোগ বাড়ছে। চলমান পরিস্থিতির মধ্যেও দু’দেশের ব্যবসা-বাণিজ্য এবং আর্থিক লেনদেন স্বাভাবিক থাকবে বলে আমি মনে করি। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। তারা সহজ সমাধান বের করবে। আমাদের দুই পক্ষের ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবেই চলবে।’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রর উন্নয়নে কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে মান্টিটস্কি বলেন, ‘চলমান রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন নিয়ে ভয়ের কিছু নেই। এই প্রকল্প উন্নয়নের কাজ যথা সময়েই শেষ হবে।

ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনে কোনো যুদ্ধ চলছে না। ইউক্রেনে নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ সামরিক অভিযান চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫