Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১৪:৫৩

রাজধানীতে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি

আইসিডিডিআর’বিতে চিকিৎসা নিতে আসা ডায়রিয়া ও কলেরা রোগী। ছবি: সংগৃহীত

রাজধানীতে ডায়রিয়া ও কলেরা রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা ১৫০০ থেকে হাজারে নেমে এসেছে বলে জানিয়েছে আইসিডিডিআর’বি।

আইসিডিডিআর’বির ঢাকা হাসপাতালে তিন থেকে চার দিন আগেও ডায়রিয়া, কলেরা রোগীর অতিরিক্ত চাপ ছিল। প্রতিদিন প্রায় ১৫'শ রোগী আসতেন এই হাসপাতালে। ফলে এই চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। তবে বর্তমানে পরিস্থিতি উন্নতি হচ্ছে। রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে গত সোমবার (১১ এপ্রিল) ১,১৫৪ জন রোগী ছিল। গত মঙ্গলবার (১২ এপ্রিল) ১১০৩ জন, গত বুধবার (১৩ এপ্রিল) এই সংখ্যা কমে দাঁড়ায় ১০২০ জনে। তবে গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ১০৫৮ জন রোগী ছিল। পরিস্থিতি উন্নতি হলেও এখনো রোগী আসছেন। তবে সেই সংখ্যা অনেকটাই কম।

এদিকে, আগামী মাস থেকে ঢাকার ডায়রিয়া প্রবণ পাঁচটি এলাকায় এই টিকা দেবার পরিকল্পনা করছে সরকার। চিকিৎসকরা বলছেন, ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে টিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ এলাকায় এই টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫