Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ২১:৪১

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বিদ্যুৎ অফিসের সামনে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় রহিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

আজ রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক সুমন বলেন, যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকার বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় রহিম নামে এক কিশোর আহত হয়। 

তিনি আরো বলেন, ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা গেলেও চালক পালিয়েছেন। নিহত রহিমের বাড়ি নড়াইল জেলার সদর থানার চালতা তলা এলাকায়। সে ওই এলাকার নিজাম কাজের ছেলে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫