ভারতে কয়লা চুরি করতে গিয়ে বাংলাদেশি কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১১:৫১

নিহত অনিক মিয়া (২০)। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা এলাকা দিয়ে ভারতীয় কয়লার খনি থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে খনির মাটি চাপা পড়ে অনিক মিয়া (২০) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা সীমান্ত এলাকার ভারত সীমান্তে এ ঘটনাটি ঘটেছে।
নিহত যুবক উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে এবং লাকমা গ্রামের সিরাজ হাওলাদার ভাতিজা।
স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা সীমান্ত দিয়ে প্রতিদিনের মতো ১০ থেকে ১৫জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ ভারতীয় কয়লার খনি থেকে চুরি করে কয়লা আনতে গতকাল রবিবার ভোরে লাকমা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেন। এসময় চোরই কয়লার খনির ভিতরে গিয়ে কয়লা আনতে গেলে হঠাৎ করেই কয়লা খনির মাটি ধসে অনিকের ওপর পড়ে। তখন সে মাটির নিচে চাপা পড়ে যায়। পড়ে তার সাথে থাকা অন্য শ্রমিকরা কয়লা খনির মাটি চাপা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তারা দুপুর ১টার দিকে অনিকের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
সুনামগঞ্জ-২৮ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান এ ঘটনার এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, তিনি ঘটনাটি জানতে পেরেছেন। মরদেহ উদ্ধারে বিজিবি সাথে তিনি যোগাযোগ করেছেন।