Logo
×

Follow Us

বাংলাদেশ

একই বাড়ির ৮টি ঘর আগুনে পুড়ে ছাই

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১২:৫৭

একই বাড়ির ৮টি ঘর আগুনে পুড়ে ছাই

কোম্পানীগঞ্জ উপজেলায় একই বাড়ির আটটি ঘর আগুনে পুড়ছে। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে একই বাড়ির আটটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার (২০ এপ্রিল) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা এলাকার মুন্সি আব্দুল আজিজের বাড়িতে এ অগ্নিকাণ্ড হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সি বাড়িতে বেশ কয়েকটি পরিবার যৌথভাবে বসবাস করেন। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরো আটটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আটটি বসতঘরই পুরোপুরি পুড়ে হয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিল মিয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫