কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নারীর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১৪:৪৬

বুনো হাতি। ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে ‘ভারসাম্যহীন’ অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নৌ-বাহিনী সড়কে হাতির পায়ে স্পৃষ্ট হয়ে এ নারী মারা যান।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই নৌ-বাহিনী সড়কের আশেপাশ এলাকায় সন্ধ্যার পর বুনো হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং অনেক সময় সড়কে অবস্থান নিয়ে থাকে। বুধবার রাতে মানসিক ভারসাম্যহীন ওই নারী হাতির সামনে পড়লে হাতি তাকে প্রচণ্ডভাবে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে অজ্ঞাত পরিচয়ের এই নারীর মৃত্যুর পর রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কর্মীরা। কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহীনুর রহমান জানান, যেহেতু এটি একটি মানসিক ভারসাম্যহীন নারীর লাশ। তাই আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।