Logo
×

Follow Us

বাংলাদেশ

সংঘর্ষে ‘তৃতীয় পক্ষের’ ইন্ধন দেখছে ডিবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১৭:৫৩

সংঘর্ষে ‘তৃতীয় পক্ষের’ ইন্ধন দেখছে ডিবি

নিউমার্কেটের সামনের রাস্তায় সংঘর্ষ চলাকালের দৃশ্য

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেটের ব্যবসায়ীদের গত সোমবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।

কলেজছাত্রদের সাথে ব্যবসায়ীদের মীমাংসায় সাড়ে ৩ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে গতকাল বুধবার (২১ এপ্রিল) গভীর রাতে ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

সায়েন্স ল্যাবরেটরিতে বৈঠক হয়। ব্রিফিংও হয় সেখানে।

এর আগে সংঘর্ষ বন্ধে চূড়ান্ত মীমাংসার জন্য রাত সাড়ে ১২টার দিকে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। এটি ভোররাত ৪টা পর্যন্ত চলে।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজের শিক্ষকদের প্রতিনিধি, দোকান মালিক সমিতির নিউ মার্কেট এলাকার প্রতিনিধি, সমিতির সভাপতি হেলাল উদ্দিন, ঢাকা কলেজ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলমের কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমরা ঘটনার একটি আনুষ্ঠানিক তদন্ত করব, যেখানে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আছে।

‘ঘটনার তদন্তের জন্য আমাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ইতোমধ্যেই চলে এসেছে, যে সকল সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমরা প্রকৃত দোষীকে খুজে বের করব। তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

ডিবির এ কর্মকর্তা বলেন, ‘আমরা দেখেছি যে, শেষ পর্যায়ে এসে ঘটনা ছাত্র ও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ছিল না। তৃতীয় কোনো পক্ষ জল ঘোলা করার জন্য আগুনে ঘি ঢেলেছে। এগুলো আমাদের নজরে এসেছে।’

তৃতীয় পক্ষ কারা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তৃতীয় পক্ষ হলো স্বার্থন্বেষী মহল। সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। ভিডিও ফুটেজে আমরা অনেকে ছাত্র দেখছি না। এর মধ্যে ষড়যন্ত্র আছে। আমরা সময়মতো এগুলো প্রকাশ করব।

‘ফুটপাত ও হকারকেন্দ্রিক যে সকল বিষয় আছে, আরো যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যদি চাঁদাবাজির মতো বিষয় থাকে, সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’

প্রশাসন বাদী হয়ে মামলা করেছে কি না জানতে চাইলে মাহবুব আলম বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। তাই প্রশাসন মামলা করেছে। আমরা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব, তবে যেহেতু একটা শান্তিপূর্ণ সমাধান হয়েছে, তাই আমরা যৌক্তিকভাবে চিন্তা করেই ব্যবস্থা নেব।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫