Logo
×

Follow Us

বাংলাদেশ

সেন্টমার্টিনে ধরা পড়লো ১৫০ কেজির কোরাল মাছ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১৪:২৬

সেন্টমার্টিনে ধরা পড়লো ১৫০ কেজির কোরাল মাছ

১৫০ কেজি ওজনের কোরাল মাছ। ছবি: সাম্প্রতিক দেশকাল

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি কোরাল (বোল) মাছ। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী মাহবুব খান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। 

জেলে রশিদ মাঝি বলেন, আল্লাহর রহমতে আমার জালে দেড়শ কেজি ওজনের কোরাল (বোল) মাছটি ধরা পড়েছে। 


উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, সেন্টমার্টিন দ্বীপে এক জেলের জালে বড় একটি মাছ ধরা পড়ার খবর জেনেছি। মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাছও বড় হয়েছে। সম্প্রতি টেকনাফ উপকূলে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ার কথাও তিনি স্বীকার করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫