Logo
×

Follow Us

বাংলাদেশ

সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১০:০০

সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

আব্দুল মান্নান

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মান্নানের ব্যক্তিগত সহকারী (পিএ) মতিউর রহমান মতি বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান মতি ও আবদুল মান্নানের শ্যালক সোনাতলা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন জানান, আবদুল মান্নান এমপির উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসছিল না। পরে তিনি লাইফ সাপোর্টে চলে যান। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ও লাইফ সাপোর্ট খুলে দেন। আপাতত তার লাশ রাখা হবে বারডেমে। উনার মেয়ে মালিহা মান্নান মৌ রবিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসবেন। এরপর লাশ দাফনের সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া আবদুল মান্নান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি। 

তিনি ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত জালাল উদ্দিন সরদার। তার স্ত্রী শাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। তার ছেলে সাখাওয়াত হোসেন সজল আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মেয়ে মালিহা মান্নান পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫