Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে ডেনমার্কের রাজকুমারী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ২১:০৬

কক্সবাজারে ডেনমার্কের রাজকুমারী

রাজকুমারীকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মো. হাসানুজ্জামান

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

আজ সোমবার (২৫ এপ্রিল) তিন দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকা এসে তিনি বিকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। তাকে সেখানে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

ডেনিশ রাজকুমারী আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প যাবেন।

পররাষ্ট্র সূত্র জানায়, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ম্যারি সেখানে যাবেন; শুনবেন তাদের ওপর কীভাবে মিয়ানমার জান্তা সরকার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি।

সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫