Logo
×

Follow Us

বাংলাদেশ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন ট্রাকচালক

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২২, ২১:২৩

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন ট্রাকচালক

কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছেন ট্রাকচালক।

ঢাকার গাজীপুরে পথে কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা তাঁর মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ট্রাকচালক।

আজ রবিবার (১ মে) দুপুরে নাটোর সদর থানায় পুলিশের উপস্থিতিতে প্রকৃত মালিককে টাকা ফেরত দেন তিনি।

ওই ট্রাকচালকের নাম শাহ নেওয়াজ। তিনি নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার বাসিন্দা। তার বাবার নাম জাফর উল্লাহ।

গত শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে সকালে ট্রাক চালিয়ে আসার সময় ব্যাগটি কুড়িয়ে পান ওই ট্রাকচালক। তবে কোন মালিক খুঁজে না পেয়ে তিনি নাটোর থানা পুলিশকে বিস্তারিত জানান। পরে পুলিশ সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেন। এরপরে রবিবার দুপুরের দিকে প্রকৃত মালিক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারইগাঁও গ্রামের লেহাজ উদ্দীনের ছেলে লিটন মিয়া ওই এসে টাকা দাবি করলে পুলিশ যাচাই-বাছাই শেষে তাকে টাকা বুঝিয়ে দেয়। 

লিটন মিয়া বলেন, মোটরসাইকেলে গাজীপুর চৌরাস্তায় নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ২৫ লাখ টাকাসহ ব্যাগ পড়ে যায়।

সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, বর্তমান সময়ে শাহ নেওয়াজের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫