Logo
×

Follow Us

বাংলাদেশ

সেই প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২২, ১৩:৪৭

সেই প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

সামিয়া আফনান প্রীতি

রাজধানীর শাহজানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া অনুদানের চেক তুলে দেন। প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিন অনুদানের চেক গ্রহণ করেন। 

পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে। এসময় সাংবাদিক সোহেল সানিকে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১১ শ ২১ লাখ টাকা ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা করা হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫