
করোনা আক্রান্ত সন্দেহে এক রোগীর অ্যান্টিজেন টেস্ট করছেন এক স্বাস্থ্যকর্মী। ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যাননি। এসময়ে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন সাত জন। এনিয়ে টানা ১২ দিন করোনায় কারো মৃত্যু হয়নি। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জন।
আজ মঙ্গলবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্তের হার ০ দশমিক ৪২ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৬৭৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৮৬টি। এ পর্যন্ত মোট এক কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ২৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৫ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১১ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৯ শতাংশ।