Logo
×

Follow Us

বাংলাদেশ

শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২২, ১৩:০৪

শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ

শিমুলিয়ায় বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া থাকায় আজ বুধবার (৪ মে) সকালে আধা ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফের ফেরি চলাচল শুরু হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও গাড়ির চাপ বহগুণ বেড়েছে। 

ঈদের আগের পাঁচ দিনের মতো আজ শিমুলিয়া ঘাটে ভিড় বাড়ছে। তবে কালবৈশাখী ঝড়ের এই মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষেরা। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

ঘাটে বর্তমানে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচশো’র বেশি যানবাহন। ১০টি ফেরি এই মুহূর্তে ঘাটে চলছে। এছাড়া ঘাটে যাত্রী পারাপারের জন্য ৮৫টি লঞ্চ ও ১৫৪টি স্পিডবোট চলছে। 

অতিরিক্ত যাত্রী পারাপারের বিষয়ে শিমুলিয়া ঘাটের নদীবন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন তিনি বলেন, ঘাটে চাপ থাকার কারণে অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে যাত্রীরা লঞ্চে বেশি উঠছেন।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, ঘাটে এই মুহূর্তে যাত্রীর চেয়ে গাড়ির চাপ বেশি। ঘাটে নদী পারের অপেক্ষায় পাঁচশো’র বেশি যানবাহন রয়েছে। ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫