Logo
×

Follow Us

বাংলাদেশ

নওগাঁয় চালু হলো টুরিস্ট বাস

Icon

এ কে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ

প্রকাশ: ০৭ মে ২০২২, ১৫:৫১

নওগাঁয় চালু হলো টুরিস্ট বাস

পাহাড়পুর। ছবি: সংগৃহীত

নওগাঁ জেলার ঐতিহাসিক স্থানসমূহ সর্বসাধারণের পরিদর্শনের লক্ষ্যে টুরিস্ট বাস চালু হতে যাচ্ছে। ঈদুল ফিতরের পরের দিন থেকে প্রাথমিকভাবে একটি রুটে পরিবহন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় জেলা প্রশাসকের কার্যালয়।

সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন সকাল ৯টায় মুক্তির মোড় থেকে একটি বাস ছাড়বে। এই বাস মুক্তির মোড় থেকে রওয়ানা হয়ে জাতীয় উদ্যান আলতাদীঘি যাবে। সেখান থেকে ওই উপজেলার জগদ্দল বিহার-ঐতিহাসিক পাহাড়পুর- হলুদবিহার হয়ে নওগাঁ ফিরে আসবে। ভ্রমণের অংশ হিসেবে আলতা দীঘিতে নাস্তা এবং পাহাড়পুরে দুপুরের খাবার পরিবেশন করা হবে। এ ছাড়াও বিকেলে আবার নাস্তা দেওয়া হবে। পাহাড়পুরে পর্যটকদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে নওগাঁর জেলা প্রশাসন। পরিবহন ভাড়া, দুপুরের খাবার এবং দু’বার নাস্তাসহ জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫