ব্যবসায়ীর বাড়িতে ২৩২৮ লিটার সয়াবিন তেল, জরিমানা আদায়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২২, ১৬:০৩

২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল মজুদ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে অতিরিক্ত ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল মজুদের দায়ে আকতার হোসেন নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৮ মে) উপজেলার ভূজপুর থানার বাগানবাজার দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর। অভিযানে দাতমারা তদন্তকেন্দ্রের ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহায়তা করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর বলেন, ব্যবসায়ীর বাড়িতে অবৈধভাবে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল মজুদ করে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত তেল ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশ দেয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।