Logo
×

Follow Us

বাংলাদেশ

দায়িত্ব ফিরে পেয়েই স্বমহিমায় সেই টিটিই

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২২, ১১:২৬

দায়িত্ব ফিরে পেয়েই স্বমহিমায় সেই টিটিই

যাত্রীদের টিকিট যাচাই করছেন টিটিই শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

কর্মস্থলে যোগদানের একদিন পর গতকাল মঙ্গলবার (১০ মে) ট্রেনের দায়িত্ব পেয়ে স্বমহিমায় ফিরেছেন সেই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।

গতকাল মঙ্গলবার ট্রেনের দায়িত্ব পাওয়ার পর ৯ ঘণ্টায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন তিনি। এ বিষয়টি টিটিই শফিকুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে বরখাস্তের আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের আদেশের পর গত সোমবার (৯ মে) কর্মস্থলে যোগ দেন তিনি।

গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন শফিকুল। রাত ৯টা পর্যন্ত বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ মে) খুলনা থেকে ঢাকাগামী আন্ত:নগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

পরে গত রবিবার (৮ মে) দুপুরে শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫