Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই: রাষ্ট্রদূত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২২, ২০:৫০

বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই। আজ বুধবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এ দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লি জিমিং বলেন, আমি ড. মোমেনের সাথে অন্য দেশের ঋণের ফাঁদ নিয়ে আলোচনা করেছি। তবে আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশ কোনো দেশের ঋণ ফাঁদে জড়াবে না। সেই সম্ভাবনাও নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫