Logo
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরের সেই কালচারাল অফিসারের বিরুদ্ধে স্মারকলিপি

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১৭:৪৫

জামালপুরের সেই কালচারাল অফিসারের বিরুদ্ধে স্মারকলিপি

কালচারাল অফিসারের বিরুদ্ধে স্মারকলিপি

জামালপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। তার অপসারণ দাবি করে জেলার সাংস্কৃতিক কর্মীরা এ স্মারকলিপি প্রদান করে।

জেলার সকল সাংস্কৃতিক কর্মীদের পক্ষে নাট্যকর্মী মেহেদী হাসান স্বাক্ষরিত স্মারকলিপিটি সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে তুলে দেয়া হয়।

এ সময় সাংস্কৃতিক সংগঠক জয়ন্ত ঘোষ রিপন, বাচিকশিল্পী ফারজানা ইসলাম, সাংস্কৃতিক কর্মী রবিউল ইসলাম রাসেল, শারমিন সারা, মুইন আহমেদ, মেহেদী হাসান আবু, যন্ত্রশিল্পী এম আর মুন্না, জয়নাল আবেদিন, প্রমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ‘দ্রুত নতুন এডহক কমিটির মাধ্যমে শিল্পকলা একাডেমির নির্বাচন হবে। সেইসাথে অনিয়ম বন্ধসহ সকল সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে সব কর্মসূচী পালন করা হবে।’

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিল্পকলা একাডেমির বর্তমান দায়িত্বপ্রাপ্ত কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন। এতে প্রতিষ্ঠানটি জেলার সংস্কৃতির বিকাশে অবদান রাখতে পারছে না। নানা সঙ্কট, অনিয়ম আর অব্যস্থাপনায় শিল্পকলা একাডেমিটি এখন জর্জরিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫