সহযোগিতার আশ্বাস ভারতের
পি কে হালদারকে ফেরত চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২২, ১৮:০৮
প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। ফাইল ছবি
আনুষ্ঠানিকভাবে পি কে হালদারকে ফেরত চেয়েছে বাংলাদেশ, সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত- এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার (১৭ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তবে পি কে হালদারকে দেশে ফেরত আনতে সময় লাগবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এদিকে কয়েক হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা ও আত্মসাৎ ঘটনার হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভারতীয় আদালত। এখন পর্যন্ত ১৫০ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি।
এর আগে তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (১৭ মে) কলকাতার ব্যাংকশাল আদালতে (স্পেশাল কোর্ট) তোলা হয় পি কে হালদারকে। এ সময় ১৪ দিনের রিমান্ড আবেদন করে ইডি।
এর আগে গত শুক্রবার পশ্চিমবঙ্গের অন্তত নয়টি স্থানে একযোগে অভিযান চালায় ইডি। এতে কয়েকটি অভিজাত বাড়িসহ পি কের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। বাড়িগুলো থেকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথি জব্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পি কে হালদারের ২০ থেকে ২২টি বাড়ি আছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।