Logo
×

Follow Us

বাংলাদেশ

মনোনয়ন জমা দিলেন সাক্কুসহ বিএনপির দুজন

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২২, ১৯:২৬

মনোনয়ন জমা দিলেন সাক্কুসহ বিএনপির দুজন

সাক্কুর পক্ষে মনোনয়ন জমা দিচ্ছেন তার সমর্থকরা। ছবি: সংগৃহীত

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি কুমিল্লার দুই নেতা। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আজ মঙ্গলবার (১৭ মে) দুজনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর নিকট মনোনয়নপত্র জনা দেন তারা।

তারা হলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু ও কুমিল্লা মহানগর সেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দুপুর সাড়ে ১২টায় এবং সেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে মনিরুল হক সাক্কুর ভাই অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, মনিরুল হক সাক্কু মানুষের কথায় নির্বাচন করছে। কুমিল্লার মানুষের জন্য ১০ বছর তিনি কি করেছেন তা মানুষ জানেন। মানুষ এসব কিছুর প্রতিদান দেবেন এই নির্বাচনে।

দলের প্রতি আস্থার বিষয়ে তিনি বলেন, সাক্কু সাহেব একদলই করবেন আমৃত্যু। তিনি বলেছেন দল থেকে পদত্যাগ মানে অন্যদলে যোগদান নয়। মানুষের কথা ভেবে যদি দল ছাড়তে হয় তিনি তাও করবেন।

কুমিল্লা সেচ্ছাসেবকদলের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, আমার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী। বর্তমান মেয়রকে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই দেখি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমার দলের ও কুমিল্লার মানুষের আস্থার দিকে লক্ষ্য রেখে। আমি কোন একজনের প্রতিদ্বন্দ্বী নয়।

দলের সিদ্ধান্তের কথা জানতে চাইলে তিনি বলেন, দল আমাকে নির্বাচনে অংশ নিতে বলেনি। তবে আমি এই নির্বাচনে অংশগ্রহণ না করলে একটি নিশ্চিত চেয়ার অন্য দলের দখলে চল যাবে তাই আমি নির্বাচন করছি। যদি এতে দল কোন সিদ্ধান্ত নেয় তা আমি মেনে নেব।

উল্লেখ, কুমিল্লা সিটি কর্পোরেশন ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১২ সাল ও ২০১৭ সালে অনুষ্ঠিত দুই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের হারিয়ে দুইবার তিনি জয়ী হন। আগামী ১৫ জুন তৃতীয় বারের মতো কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫