Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহে বাম জোটের বিক্ষোভ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২২, ২১:০২

ঝিনাইদহে বাম জোটের বিক্ষোভ

ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ। ছবি- সাম্প্রতিক দেশকাল

সয়াবিন তেল, এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

আজ মঙ্গলবার (১৭ মে) জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্ক্সবাদী ঝিনাইদহ জেলা শাখার সভাপতি কমরেড মোফাজ্জল হোসেন মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট আসাদুল ইসলাম আসাদ, জেলা সিপিবির সাবেক সভাপতি কমরেড কাজী ফারুক ও বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আবু তোয়াব অপু।

আরো বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম মিটুল প্রমুখ। সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বাসদের সদস্য আছাদুর রহমান আছাদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫