Logo
×

Follow Us

বাংলাদেশ

পুকুর খননের সময় প্রাচীন মূর্তি উদ্ধার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২২, ১২:৫৫

পুকুর খননের সময় প্রাচীন মূর্তি উদ্ধার

প্রাচীন মূর্তি উদ্ধার। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭মে) সন্ধ্যায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের জয় রামসাগর পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ ও থানা পুলিশ। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর-এ-আলম সিদ্দিকী মূর্তিটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মূর্তিটির ওজন ১৬ কেজি ৫০০ গ্রাম। দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি ও প্রস্থ সাড়ে ১০ ইঞ্চি। পাথরের প্লেটের উপর খোদাই করা। আর মূর্তিটি কষ্টি পাথর কি না বা এর মূল্য কত তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।

নাটোরের বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম জানান, মঙ্গলবার উপজেলার বেলতা গ্রামের জয় রামসাগর পুকুর খননের সময় ছাই রংয়ের পাথরের একটি মূর্তি দেখতে পান লোকজন। পরে খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান, থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫