Logo
×

Follow Us

বাংলাদেশ

ঘুরছে না গাড়ির চাকা, অসহনীয় যানজটে ঢাকাবাসী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ১৩:১২

ঘুরছে না গাড়ির চাকা, অসহনীয় যানজটে ঢাকাবাসী

রাজধানীর প্রায় সব সড়কেই যান চলাচল থমকে রয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার (১৯ মে) অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকার যাত্রীদের। 

যথাসময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল, কলেজের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, উত্তরা থেকে মহাখালী, আগারগাঁও থেকে বিজয় সরণি, মিরপুর, বাংলামোটর এবং তেজগাঁও পর্যন্ত সড়কে যানবাহন চলাচল প্রায় স্থির রয়েছে এবং এর প্রভাব শহরের অন্যান্য এলাকায়ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিজয় সরণির মোড়ে ভোররাত সাড়ে ৩টার দিকে বাসের সাথে সংঘর্ষে উল্টে যায় একটি কাভার্ড ভ্যান। এটি সরাতে ছয় ঘণ্টা সময় লাগে। ওই দুর্ঘটনার কারণে রাজধানীজুড়ে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। 

পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরে বাংলা জোনের সহকারী কমিশনার শোভন চন্দ্র হোড় বলেন, দুর্ঘটনায় পড়া বাসটি বেশ কিছুক্ষণ পর সরানো হলেও কাভার্ড ভ্যানটি সরাতে অনেক সময় লেগে যায়। ক্রেন এনে কাভার্ড ভ্যানটি সরানোর পর সকাল সোয়া ৯টার দিকে রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়।

একটি বেসরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তা বলেন, আমি সকাল পৌনে ১০টার দিকে উত্তরা থেকে একটি প্রাইভেটকার যোগে মালিবাগ এলাকায় অফিসে যাওয়ার জন্য রওনা দিলেও রেডিসন হোটেলে পৌঁছাতেই প্রায় এক ঘণ্টা লেগেছে।

ট্রাফিক সদস্যরা জানান, এমনিতেই বৃহস্পতিবার সড়কে যানবাহনের বাড়তি চাপ থাকে। এরমধ্যে বিজয় সরণির মতো এত গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকার প্রভাব পড়েছে পুরো রাজধানীজুড়ে। ট্রাফিক পুলিশ সড়কে যান চলচল স্বাভাবিক রাখতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫