-20-05-2022-628780b245549.jpg)
বজ্রপাতে মৃত কৃষক উসমান গণি
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে উসমান গণি (৪০) নামে এক কৃষকের মৃত্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের বিলপাড়ে এ ঘটনা ঘটে। নিহত উসমান ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে উসমান গণি ও তার মামাতো ভাই আব্দুল মোতালেব বাড়ির পাশে বিলে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এসময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বিলের সেচপাম্পের ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর বিকট শব্দে বজ্রপাত হলে তারা উভয়ই আহত হন। গুরুতর আহত উসমান গণিকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাহমিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতের শিকার ওসমান গণিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।