Logo
×

Follow Us

বাংলাদেশ

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে কব্জি হারালেন র‍্যাব সদস্য

Icon

প্রতিনিধি, যশোর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৩

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে কব্জি হারালেন র‍্যাব সদস্য

ছবি: গুগল ম্যাপ

যশোরের অভয়নগর থানায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে শহিদুল ইসলাম (৩২) নামের এক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ রবিবার বেলা ১১টার দিকে থানা কম্পাউন্ডে এ দুর্ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ১১টার দিকে র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে ছয় সদস্যের একটি বোমা ডিসপোজাল টিম বোমা নিষ্ক্রিয় করতে থানায় আসেন। অসাবধানতাবশত একটি বোমার বিস্ফোরণ ঘটলে করপোরাল শহিদুলের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে যশোর সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫