Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজশাহীতে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২২, ১৫:৫৬

রাজশাহীতে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজশাহী মহানগরে অভিযান চালিয়ে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদকবিরোধী নিয়মিত অভিযানে মাদকসহ আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার (২২ মে) অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। 

আজ সোমবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রবিউল আলম।

তিনি বলেন, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা চারজন, রাজপাড়া থানা তিনজন, চন্দ্রিমা থানা একজন, মতিহার থানা তিনজন, কাটাখালী থানা তিনজন, বেলপুকুর থানা দুইজন, শাহমখদুম থানা দুইজন, এয়ারপোর্ট থানা একজন, পবা থানা চারজন, কাশিয়াডাঙ্গা থানা দুইজন, কর্ণহার থানা একজন, দামকুড়া থানা একজন ও ডিবি পুলিশ একজনকে প্রেপ্তার করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের থেকে মোট ৪৭ গ্রাম হেরোইন, ২১ পিস ইয়াবা ট্যাবলেট, দুই লিটার ফেন্সিডিল ও ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এছাড়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫