Logo
×

Follow Us

বাংলাদেশ

রাঙ্গামাটিতে সরকারি খরচে পাওয়া যাবে আইনি সহায়তা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২২, ১৯:৫৪

রাঙ্গামাটিতে সরকারি খরচে পাওয়া যাবে আইনি সহায়তা

জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে এ গণশুনানি। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে প্রচারাভিযান ও গণশুনানি হয়েছে। 

আজ বুধবার (২৫ মে) সকাল ১০টায় রাঙ্গামাটি সরকারি কলেজের হলরুমে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানিতে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. ইব্রাহিম খলিল। গণশুনানিতে কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এসময় শিক্ষার্থীরা সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার বিষয়ে অবগত হন।


গণশুনানি অনুষ্ঠানের প্রধান বক্তা ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ বলেন, গরীব অসহায় মানুষরা যাতে টাকার অভাবে আদালতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেজন্য বাংলাদেশ সরকার ফ্রি লিগ্যাল এইড সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে গরীব অসহায় মানুষ বিনা খরচে বিচার পাবেন।

এসময় তিনি সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ পাওয়ার বিভিন্ন উপায় জানান এবং গণশুনানিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তর দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫