Logo
×

Follow Us

বাংলাদেশ

চাঁদপুরে গৃহপরিচারিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১২:২৯

চাঁদপুরে গৃহপরিচারিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

চাঁদপুর শহরের একটি বাসা থেকে তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে শহরের আহমেদ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে মডেল থানা পুলিশ। 

তাসলিমা বরিশাল জেলার ঝালকাঠি থানার হাজারীখাদি গ্রামের মৃত আছলাম খানের মেয়ে। গত ১১ বছর ধরে তিনি ওই বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির গৃহকর্ত্রী বিউটি আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে ছিলো তাসলিমা। রাত ৯টার সময় তার রুমের দরজা বন্ধ পাওয়ায় পর অনেক ডাকা করে সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫