Logo
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে ধান কাটার শ্রমিক সংকট

Icon

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ

প্রকাশ: ২৬ মে ২০২২, ১৫:১১

গোপালগঞ্জে ধান কাটার শ্রমিক সংকট

প্রতীকী ছবি

গোপালগঞ্জে ধানের চেয়ে শ্রমিকের মূল্য বেশি হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষক। যেখানে ধানের মণপ্রতি ৭০০-৭৫০ টাকা, সেখানে একজন শ্রমিকের মজুরি হাজার থেকে ১২০০ টাকা। শ্রমিক সংকটের কারণে কৃষকরা এখনো তাদের ইরি বোরো ফসলের পাকা ধান ঘরে উঠাতে পারেনি। স্থানীয় শ্রমিকের সাথে বাইরে থেকে আসা শ্রমিকদের সংখ্যাও চাহিদার তুলনায় অনেক কম। 

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় বোরো ধানের আবাদ করা হয়েছে ৮০ হাজার ৫২০ হেক্টর জমিতে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ২০৭১৬, টুঙ্গিপাড়ায় ৮৭৭৫, মুকসুদপুর ১৩২৬৩, কোটালীপাড়া ২৫৪৭০ ও কাশিয়ানী উপজেলায় ১২২৯৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। হাইব্রিড জাতের ধান বিঘাপ্রতি ৫০ মণ ও উফসি জাতের ধান ৩৫ মণ হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪০ শতাংশ ধান কৃষকের ঘরে উঠেছে। সার, বীজ ও অন্যান্য খরচ দিয়ে বিঘাপ্রতি কৃষকের প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। 

টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা গ্রামের কৃষক রকিবুল ইসলাম বলেন, এভাবে যদি ধানের চেয়ে শ্রমিকের মূল্য বেশি হয়, তাহলে কৃষক ধান চাষ থেকে আগ্রহ হারাবেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, এ বছর জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সম্প্রতি বৃষ্টি ও ঝড়ের কারণে কিছু জমির ধান মাটিতে নুয়ে পড়েছে আবার অনেক জমিতে পানি জমেছে। ফলে ধান কাটতে শ্রমিকদের কষ্ট হচ্ছে। চাষিরা অবশ্যই ধানের ন্যয্য মূল্য পাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫