Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে পুকুর থেকে ৫০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২২, ২১:৩২

নাটোরে পুকুর থেকে ৫০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

পুকুর থেকে উদ্ধারকৃত মূর্তি। ছবি: জেলা প্রতিনিধি

নাটোরের সিংড়ায় পুকুর সংস্কারকালে ৫০ কেজি ওজনের প্রাচীন একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মূর্তিটি থানায় রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১ টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের এক পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বেলতা গ্রামের এক পুকুর সংস্কারকালে ছাই রঙয়ের পাথরের এক মূর্তি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির ওজন প্রায় ৫০ কেজি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫