Logo
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে যুবকের লাশ উদ্ধার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২২, ১৪:২২

ফরিদপুরে যুবকের লাশ উদ্ধার

উদ্ধারকৃত তরিকুল শেখের লাশ। ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় তারিকুল শেখ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নগরকান্দা থানার এসআই গোলাম কিবরিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তারিকুল শেখ উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া মধ্য পাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

গতকাল শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি তারিকুল আত্মহত্যা করেছেন।

জানা যায়, নিহত তারিকুল শেখের সাথে গত ৭ মাস পূর্বে একই গ্রামের মিলন শেখের মেয়ে সুমী আক্তারের (১৯) পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের দুইজনের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে তারিকুল বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের আড়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন নিহতের পরিবার।

ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

আজ শনিবার (২৮ মে) ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে ও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। 



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫