Logo
×

Follow Us

বাংলাদেশ

নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলন

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২২, ২০:১২

নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলন

আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ছবি: নীলফামারী প্রতিনিধি

ধান ও গমের চাইতে বেশি পুষ্টিগুণ ভুট্টায়। চাষাবাদে সুবিধা, পরিশ্রম কম ও অল্প খরচে অধিক লাভ হওয়ায় জেলায় চলতি মৌসুমে ভুট্টার ব্যাপক চাষাবাদ হয়েছে।

কৃষিবিভাগের পরামর্শ ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে বাম্পার। সেই সাথে দাম পাওয়ায় ভীষণ খুশি এখানকার কৃষক।   

সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী গ্রামের নরেশ চন্দ্র রায় বলেন, ভুট্টা আবাদ করেছি ১ একর ফলন ভালো হয়েছে।

লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের কৃষক মো. ইয়াকুব আলী বলেন, ১ একর দুই বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। বিঘা প্রতি খরচ হয়েছে ৭ হাজার টাকা। বর্তমানে দাম ভালো, আশা করছি এবার ভালো লাভ হবে। 

এ বিষয়ে নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আবু কক্কর সিদ্দিক বলেন, এবার জেলায় ২৩ হাজার ৪৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল। এর চেয়ে ১৫ হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫