
বুকে পিঠে লাটিম প্রতীকের ছবি এঁকে ভোটারদের দৃষ্টি আকর্ষণ। ছবি : কুমিল্লা প্রতিনিধি
বুকে পিঠে লাটিম প্রতীকের ছবি এঁকে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন এমদাদুল হক হৃদয় নামে এক যুবক। তিনি কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তার ছবি সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে। তিনি নগরীর অজিতগুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।
হৃদয় বলেন, আমি ১নং ওয়ার্ডের ভোটার। কাউন্সিলর প্রার্থী ছোটন ভাইয়ের কর্মী। ওনাকে আমি কাউন্সিলর হিসাবে দেখতে চাই। ওনি গত কয়েক বছর আমাদের জন্য কাজ করেছেন। সেজন্য বড় ভাই হিসেবে তাকে মন থেকে লাইক করি। দুই হাজার টাকার বেশি খরচে আমার বডিতে মার্কা এঁকেছি। আশা করি তিনি বিজয়ী হবেন।
শিল্পী মোহাম্মদ শাহীন বলেন, এটি ব্যতিক্রম একটি শিল্পকর্ম। যা নিজস্ব শিল্পশৈলী, উপস্থাপন রীতি ও বিষয়বস্তুর স্বকীয়তা রয়েছে। পেইন্টিং করেছে সিটি করপোরেশন অঙ্কনশালার সহকারী শিক্ষক মিয়া হোসেন হানাফী জিসু। কুমিল্লার জন্য প্রথম বলা যায়। নির্বাচনে এমন প্রচারে আমরাও দেখিনি।
১নং ওয়ার্ডের লাটিম প্রতীকের প্রার্থী আবুল হোসেন ছোটন বলেন, এটি ভালোবাসার উদাহরণ। আমি লাটিম মার্কা চেয়েছি, লাঠিমই পেয়েছি। আমার শৈশবের বহু স্মৃতি লাঠিম নিয়ে। এলাকার কিশোর-তরুণ সবাই এ মার্কা পেয়ে খুশি। হৃদয় আমাকে ভালোবেশে যে কাজ করেছে, তাকে ধন্যবাদ। সবাই তার সাথে ছবি তুলে, সেলফি নিয়ে ফেসবুকে দিচ্ছে।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ। ১নং ওয়ার্ডে তিন হাজার ৪২৩ জন পুরুষ ভোটার ও তিন হাজার ৭০৫ জন নারী ভোটার রয়েছে। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।