Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহে পকেটমার দলের ১৬ সদস্য আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২২, ১৪:৪৪

ঝিনাইদহে পকেটমার দলের ১৬ সদস্য আটক

পকেটমার দলের আটককৃত সদস্যরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তঃজেলা পকেটমার দলের ১৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার (২৮ মে) বিকেলে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা বিএনপির সম্মেলনে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে এই সুযোগ কাজে লাগিয়ে ওই চক্রটি ২টি মাইক্রোবাস যোগে ঝিনাইদহে আসে।

সম্মেলন চলাকালীন সময়ে মোবাইল ফোন চুরি কারার সময় মুরাদ শেখ নামের এক আন্তঃজেলা পকেটমার দলের সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে দলের অন্য সদস্যরা ২টি মাইক্রোবাসে পালিয়ে যাওয়া চেষ্টা করে। সেসময় ডিবি পুলিশের একটি দল ঝিনাইদহ শহরের জজ কোর্টের সামনে চেকপোস্ট বসিয়ে ১৬ সদস্যকে আটক করে। সেসময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ১০ মোবাইল, ৬১ হাজার টাকা। জব্দ করা হয় দুটি মাইক্রোবাস।

চক্রটি দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ টার্গেট করে এই অপরাধগুলো করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি খুলনা, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, সিলেট, কুমিল্লা, শরিয়তপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫