Logo
×

Follow Us

বাংলাদেশ

ডাকাতিয়ায় কার্গো জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১৮ শ্রমিক

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২২, ১৮:৫২

ডাকাতিয়ায় কার্গো জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১৮ শ্রমিক

কার্গো জাহাজডুবি। ছবি: সংগৃহীত

চাঁদপুর ডাকাতিয়া নদীতে ৪ হাজার ২০০ বস্তা সিমেন্ট নিয়ে রফিক-২ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। 

আজ রবিবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় শহরের নতুনবাজার লন্ডনঘাট ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ১৮ জন শ্রমিক। ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএ ডুবুরি দল।

ঘাট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান জানান, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের ৪ হাজার ২০০ বস্তা সিমেন্ট সকালে চাঁদপুর আসে। ট্রলার থেকে প্রায় ১৩০ বস্তা সিমেন্ট উপরে তোলা হয়। এর মধ্যে হঠাৎ ভারি বৃষ্টির ফলে সিমেন্ট ভিজে ট্রলারটি একদিকে কাঁথ হয়ে নদীতে ডুবে যায়।

এসময় জাহাঙ্গীর ও আমির নামের দুই শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বাকি প্রায় ১৫ থেকে ১৮ জন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায়।

চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানান, সিমেন্ট বোঝাই ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ট্রলারটির সন্ধানে আমাদের ডুবুরি দল কাজ করছে। তবে গুরুত্বর কেউ আহত হয়নি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫