চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের বিরুদ্ধে চার্জ গঠন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২২, ২০:১৫

বৃদ্ধ নির্মল চন্দ্র আইস। ছবি- চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় নির্মল চন্দ্র আইস (৭২) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ সোমবার (৩০ মে) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ বিচারক মো. জামিউল হায়দারের আদালতে এ অভিযোগ গঠন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বাদীপক্ষের মানবাধিকার আইনজীবী এ.এম জিয়া হাবীব আহসান।
তিনি বলেন, একমাত্র আসামি হিসেবে নির্মল চন্দ্র আইসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।
আইনজীবী আহসান জানান, চট্টগ্রাম নগরের আকবার শাহ থানা এলাকায় শ্যাম্পু ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণ অভিযোগে নির্মল চন্দ্র আইসের বিরুদ্ধে মামলা করেন রিকশাচালক বাবা। এ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এসআই বিকাশ চন্দ্র শীল। তিনি পুলিশের ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী বেলাল হোসেনকে ধর্ষক সাজিয়ে মূল অভিযুক্তকে চার্জশিট থেকে বাদ দিয়ে গত ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
তিনি আরো বলেন, পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে ডিবি (মহানগর গোয়েন্দা) পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। ওই তদন্তেও ডিবি পুলিশের পরিদর্শক প্রিটন সরকার একইভাবে ২০২১ সালের ২৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন দেন। দ্বিতীয়বার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর বাদী আদালতে পুনরায় নারাজি দেন। এরপর মামলার এজাহার, ভিকটিমের জবানবন্দি, মেডিকেল পরীক্ষার রিপোর্ট দেখে শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।
এ আইনজীবী বলেন, আমরা শুনানিতে আদালতকে বলেছি- মামলার দুই তদন্ত কর্মকর্তা আসামির আত্মীয় হন। এতে মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছে। বিচার শুরু হলে মামলার দুই তদন্ত কর্মকর্তাকে এ বিষয়গুলো নিয়ে জেরা করা হবে।