ডেমরায় প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২২, ২২:৩৫

ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। আজ সোমবার রাত ৯টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সর্বশেষ খবর অনুযায়ী এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের খবরে ৯টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে পাঁচটি ইউনিট। পরে ঘটনাস্থলে পাঠানো হয় আরো দুটি ইউনিট। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।